এক মাসে বিশ্ববাজারে চালের দাম ৪ শতাংশ কমেছে

বিশ্ববাজারে

এশিয়ার দেশগুলোর সরবরাহ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে কমেছে চালের দাম। গত শুক্রবার চালের দাম প্রতি শতকোটি 17.8 ডলারে নেমে এসেছে, যা জানুয়ারী থেকে সর্বনিম্ন মূল্য।

বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে চালের ব্যবহার কিছুটা কমেছে। বিপরীতে, সরবরাহ 2.5 লাখ টন বৃদ্ধি পেয়ে 692.6 মিলিয়ন টনে দাঁড়িয়েছে।

বিশেষ করে পাকিস্তানে বিপুল মজুদের কারণে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ভারতের উৎপাদনও বেড়েছে। তবে বৈশ্বিক চালের চাহিদা কিছুটা কম।
ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিশ্ববাজারে চালের দাম শূন্য দশমিক ২৫ শতাংশ এবং এক সপ্তাহে কমেছে ৪ দশমিক ০১ শতাংশ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, এশিয়ার বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে চালের দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে। এছাড়াও, ফেব্রুয়ারিতে খাদ্যপণ্য সূচক ছিল 117.3 পয়েন্ট, যা জানুয়ারির তুলনায় 0.7 শতাংশ কম এবং এক বছর আগের একই সময়ের চেয়ে 10.5 শতাংশ কম। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারিতেও দাম কমেছে। ফলে টানা সপ্তম মাসেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমেছে।

Back To Top