কালশীতে অটোরিকশা চালকরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে

কালশীতে

অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে আন্দোলনকারী অটোরিকশা চালকরা।

রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন চালাচ্ছে। কালশী মোড়ে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় তারা। এটি ট্রাফিক পুলিশ বক্স। এ ব্যাপারে আমরা ঘটনাস্থলে রয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এর আগে অটোরিকশা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে আগুন দেয়। এছাড়া রাজধানীর মিরপুরের বেনারসি গ্রামের ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুরও করেন অটোরিকশা চালকরা। এতে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে যায়।

বেলা ১টার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় অনেকের হাতে লাঠি দেখা যায়। গাড়ি ভাঙচুরের প্রবণতাও তারা। তারা সড়কের মাঝখানে দড়ি টেনে যান চলাচল বন্ধ করে দেন।

Back To Top