কোটা পুনর্বহালের দাবিতে ৩০ জুন পর্যন্ত আলটিমেটাম

কোটা

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, প্রশাসনিক ভবন, উপাচার্য চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্করে জড়ো হন।

২০১৮ সালের সার্কুলার বাতিল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করবেন।

২০১৮ সালে বিধানসভায় ঘোষিত কোটা পদ্ধতি বাতিলের সার্কুলার বহাল রাখতে ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছে শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ হয়।

Back To Top