খান ইউনিসে ১৪ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, কাসাম ব্রিগেড দাবি করেছে

ইউনিসে

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড গত কয়েক ঘণ্টার সংঘর্ষে কমপক্ষে ১৪ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে।

গোষ্ঠীটি দাবি করেছে যে ইসরায়েলের সাথে শহরের সীমান্তবর্তী খান ইউনিসের পূর্ব আজ-জানানা জেলায় নয়জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, আল জাজিরার তারেক আবু আজজুম দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে রিপোর্ট করেছেন।

আজ্জুম আরও বলেন, হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে তিনটি ইসরাইলি হেলিকপ্টার অবতরণ করেছে।
তিনি আরো বলেন, আমাল এলাকায় ট্যাংক-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাসের দাবি করা আরেকটি হামলায় তিনটি ইসরায়েলি মারকাভা ট্যাংক আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে, তারা জানিয়েছে, শনিবার মধ্য গাজায় ৪০১তম ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Back To Top