গাজীপুরে সেতুর ওপর বাস উল্টে ১৫ জন আহত হয়েছে

গাজীপুরে সেতুর ওপর বাস উল্টে ১৫ জন আহত হয়েছে

গাজীপুরে সেতুর ওপর বাস উল্টে ১৫ জন আহত হয়েছে।গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কোদ্দা বাজার এলাকায় ব্রিজের ওপর একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মতে, একটি বাস ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের ভেতর থেকে চালক ও হেলপার তুরাগ নদীতে পড়ে যায়। আহত হয়েছেন বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন।

গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন বলে জানান আবু সিদ্দিক। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও হেলপার। পুলিশ বাসটি ব্রিজ থেকে সরিয়ে নেওয়ার কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Back To Top