জাতিসংঘের চেতনা মরে গেছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত: এরদোগান

জাতিসংঘের

গাজা যুদ্ধের ভয়াবহতা নিয়ে আবারো পশ্চিমা নেতাদের এবং জাতিসংঘের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, নীরবতা পালন করে ইউরোপীয় সরকারপ্রধানরা ইসরায়েলের ভ্যাম্পায়ারিজমের মিত্রে পরিণত হয়েছেন। আমেরিকার হাত রক্তে রঞ্জিত বলেও তিনি মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট তাদেরকে ইসরায়েলের নৃশংসতার সহযোগী বলেও অভিহিত করেছেন। বুধবার তার একেপি দলের আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান এ কথা বলেন। তিনি জাতিসংঘের সমালোচনা করেন। এরদোগান বলেন, একবিংশ শতাব্দীতে গণহত্যা বন্ধ করতে না পারলে এই সংগঠনের কী লাভ?

তিনি বলেন, জাতিসংঘ তার নিজস্ব কর্মীদেরও রক্ষা করতে পারেনি। আপনি কি পদক্ষেপ জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের আত্মা মারা গেছে।

উল্লেখ্য, গাজায় হামলার শুরু থেকেই এরদোগান ইসরায়েলের সমালোচনা করে আসছেন। তিনি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও অভিহিত করেছেন। সম্প্রতি এরদোগান ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

Back To Top