জান্তার হেলিকপ্টার ভূপাতিত করার দাবি মিয়ানমার  বিদ্রোহীদের

জান্তার হেলিকপ্টার ভূপাতিত করার দাবি মিয়ানমার  বিদ্রোহীদের

দেশটির রাখাইন রাজ্যে অবস্থিত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যোদ্ধারা মিয়ানমারের জান্তার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।

আরাকান আর্মি বুধবার বলেছে যে হেলিকপ্টারটি চিন রাজ্যের পালেতোয়া শহরতলীতে জান্তা বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষের সময় ভূপাতিত করা হয়েছে।

একটি সামরিক হেলিকপ্টারের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গ্রুপের যোদ্ধাদের একটি ফটো পোস্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ কিছুদিন পর আরাকান আর্মি নিশ্চিত করে যে হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তবে ঠিক কবে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে তা জানা যায়নি।

খাইং থুখা নামে একজন আরাকান সেনা কর্মকর্তা দ্য ইরাবডিকে বলেছেন, “পালেতোয়া শহরে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টারকে গুলি করে গুলি করে ফেলেছিলাম। হেলিকপ্টারটি পাই পাহাড়ের একটি জান্তা ফাঁড়ির কাছে গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়। আমরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছি। 13 জানুয়ারী কানখা পাহাড়ে জান্তার কৌশলগত কমান্ড ঘাঁটি।

মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার পালেতোয়া শহরের উত্তরে কানখা এবং পাই পাহাড় অবস্থিত। দুই মাস লড়াইয়ের পর ১৩ জানুয়ারি আরাকান সেনাবাহিনী চীন ও রাখাইন রাজ্যের সীমান্তবর্তী শহরটি দখল করে।

Back To Top