তরমুজ সর্বনিম্ন ৫০০ টাকা!

তরমুজ

নারায়ণগঞ্জের ফলের বাজারে দেখা গেছে তরমুজ। তবে দাম আগুনের মতো। বিক্রেতা তরমুজের প্রতি পিস ন্যূনতম ৫০০ টাকা নিচ্ছেন।

মঙ্গলবার সকালে প্রতি কেজি তরমুজ একশ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আকার অনুযায়ী ছোট আকারের তরমুজের দাম সর্বনিম্ন ৫০০ টাকা।

বিকেলে নগরীর জামতলা, চাষাঢ়া, কালিরবাজার, ২য় রেলগেট এলাকা ঘুরে তরমুজের বাজারের এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ফল ব্যবসায়ীরা প্রতিটি তরমুজের আকার ভেদে ৫শ থেকে ১২শ টাকা পর্যন্ত দাম নিচ্ছেন। এ কারণে বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতারা দাম শুনে সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছেন।
অনেকে জানান, সকালে একই তরমুজ কেজি দরে বিক্রি হয়েছে। এ সময় বিক্রেতারা প্রতি কেজি চাচ্ছেন একশ’ টাকা। সময়ের সাথে সাথে দাম বাড়িয়ে বিক্রি করছেন তারা।

খামারে তরমুজ কিনতে আসা ক্রেতা মাহফুজ বলেন, তরমুজগুলো দেখে ভেবেছিলাম সর্বোচ্চ ৩০০ টাকায় একটি পাই। কিন্তু এখানে খুব ছোট তরমুজের দাম চাওয়া হচ্ছে ৫শ টাকা। বাজার মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা এখন যা খুশি তাই করছে। দেখার যেন কেউ নেই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Back To Top