ধুতরা পাতা খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের ছয়জন

ধুতরা পাতা খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের ছয়জন

ধুতরা পাতা খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের ছয়।জনঅসুস্থ ব্যক্তিরা হলেন- বেলাতুন নেসা (৬০), ছেলে লিটন খান (৪০), পুত্রবধূ লাকী বেগম (৩৫), লিটন খানের মেয়ে লামিয়া (৯), সামিয়া (৫) ও মৃত নূর হকের ছেলে সাইমন (৭)। ওই এলাকার খান

লিটন খানের চাচা মো. রুস্তম বলেন, তাদের পরিবারের সবার চুলকানির সমস্যা ছিল। এক ব্যক্তির পরামর্শে, লিটন ধুতরা পাতা গুলি নিয়ে তার স্ত্রীকে দিয়েছিলেন, যিনি পরে তাদের পিষে ফেলেন। সেই সবজি ঘরে সবাই তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

প্রতিবেশী বিলকিস বেগম জানান, সবাই সবজি খেয়েছেন। এরপর একজন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ভেদরগঞ্জে আনা হলে সেখানকার চিকিৎসক সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার বলেন, সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে এক বৃদ্ধা নারী ও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের ঢাকায় রেফার করার কথা বলা হয়েছে।

Back To Top