নামাজের সময় মসজিদে হামলা, বহু মুসল্লি প্রাণ হারায়

নামাজের

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে নামাজের সময় মসজিদে হামলা হয়েছে। বহু মুসল্লি নিহত হন।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফজরের নামাজের জন্য মুসল্লিরা মসজিদে আসার সময় হামলার ঘটনা ঘটে।

এর আগে দেশটিতে একটি ক্যাথলিক গির্জায় হামলায় অন্তত ১৫ জন নিহত হয়।
বুরকিনা ফাসোর কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চার্চে হামলার দিনেই একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির নাতিয়াবওয়ানি শহরে ভোরের নামাজের সময় বন্দুকধারীরা মসজিদটি ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “নিহতরা সবাই মুসলিম, যাদের অধিকাংশই পুরুষ।”

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি বর্তমানে ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামপন্থী যোদ্ধা বলে সন্দেহ করা হামলাকারীরা একই দিনে স্থানীয় সেনা ও মিলিশিয়াদের লক্ষ্যবস্তু করে।

Back To Top