নারীর দান করা হাত পুরুষের শরীরে জোড়া লাগল

নারীর দান করা হাত পুরুষের শরীরে জোড়া লাগল

নারীর দান করা হাত পুরুষের শরীরে জোড়া লাগল।পেশায় রং মিস্ত্রি। পেইন্টিং করে টাকা রোজগার করতেন। দুর্ঘটনায় তিনি দুই হাতই হারান। এবার ভারতের দিল্লিতে চিকিৎসকদের অস্ত্রোপচারের পর এক নারীর দান করা দুই হাতে আবারও ছবি আঁকতে যাচ্ছেন চিত্রশিল্পী।

2020 সালে একটি ট্রেন দুর্ঘটনায় এই চিত্রকর দুই হাত হারিয়েছিলেন। তিনি কখনই রঙ ধরতে পারবেন না ভেবে বিষণ্ণতায় চলেছিলেন।

12 ঘন্টারও বেশি সময় ধরে চলা একটি অপারেশনের পরে, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ডাক্তারদের দক্ষতার জন্য চিত্রশিল্পী একটি নতুন হাতের জোড়া পেয়েছেন। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মীনা মেহতা নামে এক ব্রেন-ডেড মহিলার দান করা হাতের সাহায্যে ওই ব্যক্তির বিচ্ছেদ করা হাত যুক্ত হয়েছিল। মীনা মেহতা দক্ষিণ দিল্লির একটি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা। তাঁকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। তিনি তার জীবদ্দশায় তার মৃত্যুর পর তার অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করতে দিয়েছিলেন। তার কিডনি, লিভার এবং কর্নিয়া আরও তিনজনের জীবন বদলে দিয়েছে। আর তার হাতই একজন চিত্রশিল্পীর স্বপ্নকে পুনরুজ্জীবিত করেছে।
সূত্র: এনডিটিভি

নারীর দান করা হাত পুরুষের শরীরে জোড়া লাগল

Back To Top