ফখরুল-খসরোর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

ফখরুল-খসরোর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

ফখরুল-খসরোর জামিন: ফলে ২৮ অক্টোবর সংঘর্ষে দায়ের করা সব মামলায় জামিন পান তারা। সেক্ষেত্রে কারাগার থেকে তাদের মুক্তির পথে কোনো বাধা নেই বলে জানান এই আইনজীবী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত জজ ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।

এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী।

এর আগে মির্জা ফখরুল ও আমির খসরোর জামিন আবেদন হাইকোর্ট ও নিম্ন আদালত চারবার খারিজ করে দেয়।

জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সাধারণ সভা শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে হাতের লাঠি দিয়ে নেমপ্লেট ও গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইট ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৩ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে আমির খসরুকে গুলশানে তার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনিও কারাগারে আছেন।

ফখরুল-খসরোর জামিন

ফখরুল-খসরোর জামিন ফখরুল-খসরোর জামিন

Back To Top