মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায়

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শনিবার অপি পিন্টু নামে একটি অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগ।

পেরাক স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে বলেছেন যে পেরাক বার্চাম ফ্ল্যাট অপারেশনের সময় 358 জন অভিবাসীর নথি যাচাই করা হয়েছিল। বৈধ ভিসা বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় থাকার জন্য এবং অতিরিক্ত থাকার জন্য 158 জনকে গ্রেফতার করা হয়েছে।

আটকরা ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের নাগরিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।

Back To Top