রমজান মাসে জনগণকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: নানক

রমজান

রমজান Information: বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রমজান মাসে জনগণকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না।

রোববার সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রমজান মাসে যেখানে বাজারে দাম কম থাকতে হবে। ব্যবসায়ীদের উচিত সস্তা দামে সবকিছু বিক্রি করা। সেই জায়গা থেকে আমি তাদের সতর্ক করে দিয়েছিলাম যারা পরিবর্তে মানুষকে জিম্মি করে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছে। বাজারে কারসাজি হলে কেউ রেহাই পাবে না।
তিনি বলেন, জনগণ আমাদের দীর্ঘদিন ক্ষমতায় রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বাজারদর নিয়ে সতর্ক করেছেন। তারপরও যারা বাজার দর নিয়ন্ত্রণে আনছেন না, তারা কঠোর ব্যবস্থার অপেক্ষায় রয়েছেন।

নানক বলেন, আমাদের দেশে মানুষের নৈতিকতা বদলেছে মানবিকতায়। রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারে দাম কমে যায়। আমার দেশের ব্যবসায়ীরা রোজার মাসে মাহে রমজানকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নেয়।

রমজান

Back To Top