সরকার জনগণকে উন্মুক্ত কারাগারে রাখছে: রিজভী

সরকার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জাতীয় নিরাপত্তা রক্ষা করে জনগণকে বন্দি করে রেখেছে। জনগণ খোলা কারাগারে বন্দী। যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে তাদের কারারুদ্ধও করেছে।

রোববার (১২ মে) সকালে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন করছে। ভোটাররা ভোট দিতে পারছেন না। উপজেলা নির্বাচন হয়েছে। এখানে বেশি ভোট পড়েছে। তাদের লজ্জা নেই।

একটি সংবাদপত্রের প্রতিবেদনের উল্লেখ করে তিনি আরও বলেন, প্রয়োজনীয় মজুদ ১৮ মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাদ্য আমদানি করতে পারছে না। এ ছাড়া নেওয়া ঋণের সুদ হবে এক লাখ কোটি ডলার। ঋণ শোধ করবেন নাকি জনগণের উন্নয়নে কাজ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনারা এদেশের মানুষের কথা চিন্তা করেন না। তোমার গৃহে অর্ব্য রজনীর দৈত্য বসে আছে, যার আদেশে তুমি চলছ। জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ চারদিক থেকে ভেঙ্গে পড়ত না।

Back To Top